প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ আমরা যাদের জন্য কাজ করি।

উত্তরঃ

  1. A) আমাদের সাথে যোগাযোগ রাখতে আগ্রহী।
  2. B) পাঁচ (৫) ওয়াক্ত সালাতের বিষয়ে সচেতন।
  3. C) বিবাহের শর্তে যৌতুক/অন্যকোনভাবে আর্থিক লাভবান হতে চান।
  4. D) যারা সুদি কারবারের সাথে জড়িতনা।
  5. E) যারা ইসলামিক বা অন্য যেকোন ব্যাংক/এনজিওর জব বা সুদি কারবারে সহযোগিতা করেননা।

 

প্রশ্নঃ আমরা যাদের জন্য কাজ করিনা।

উত্তরঃ

  1. A) যারা দ্বীনের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।
  2. B) নেশাদ্রব্য(পান,জর্দা,বিড়ি,সিগারেট,মদ,গাজা,হিরোইন ইত্যাদি) পান করেন বা এ জাতীয় কোম্পানীসহ যেকোন হারাম পেশাই যুক্ত আছেন।
  3. C) পীরের মুরিদ,কবর/মাজার পূজারি,তাবিজ-আংটির কার্যাবলিতে বিশ্বাসী ও আমলকারী

 

প্রশ্নঃ রেজিষ্ট্রেশন ফি কত ?

উত্তরঃ

  1. A) ২০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করলে ১টি যেকোন বায়োডাটায় ও ৩টি ফ্রি লেখা বায়োডাটায় অর্থাৎ মোট ৪টি প্রস্তাব পাঠাতে পারবেন। প্রস্তাব পাঠানোর মেয়াদ দেড় মাস।
  2. B) ৫০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করলে ১০টি যেকোন বায়োডাটায় এবং ৩টি ফ্রি লেখা বায়োডাটায় অর্থাৎ মোট ১৩টি প্রস্তাব পাঠাতে পারবেন।প্রস্তাব পাঠানোর মেয়াদ ৩ মাস।
  3. C) ১০০০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করলে ২৫টি যেকোন বায়োডাটায় এবং ৩টি ফ্রি লেখা বায়োডাটায় অর্থাৎ মোট ২৮টি প্রস্তাব পাঠাতে পারবেন।প্রস্তাব পাঠানোর মেয়াদ ৬ মাস।

উপরোক্ত A,B,C,D প্যাকেজের বিবাহ পরবর্তী ফিঃ ৫ হাজার টাকা।

  1. D) স্পেশাল প্যাকেজঃ ৫০০০ টাকা।

সুবিধাসমূহঃ ১) আনলিমিটেড প্রস্তাব পাঠাতে পারবেন

(২) আপনার বায়োডাটায় অন্যেরা ফ্রিতে প্রস্তাব পাঠাতে পারবে ফলে প্রস্তাব পাবার সম্ভাবনা বেশি থাকবে ইনশাআল্লাহ

(৩) অন্য বায়োডাটায় প্রয়োজনে ম্যাসেজ পাঠাতে পারবেন

(৪) যেকোন প্রয়োজনে এডমিনের সাথে কথা বলে সহায়তা পাবেন ইনশাআল্লাহ।

(৫) ফেসবুকে বায়োডাটা প্রচার করা হবে যাতে করে বেশি পরিমান প্রস্তাব পেতে পারেন।

(৬) বিয়ের জন্য এ প্যাকেজে বিশেষ সুযোগ সুবিধা পাবেন।

(৭) এ প্যাকেজের মেয়াদ ও সবগুলো সুবিধা বিবাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ।

প্যাকেজ কিনতে বিকাশঃ (Payment:.......  -Charge free), (Send money: .....), Nogod (Send Money:........),Rocket(Send Money- .......) নাম্বারে টাকা পাঠিয়ে টাকা পাঠানোর শেষ দুই ডিজিট এডমিনকে জানালেই হবে।

বি.দ্রঃ প্রস্তাব পাঠালেই রেসপন্স (হা/না) যাই করুক সেটা একটা রিকুয়েষ্ট হিসাবে কাউন্ট হবে।

প্রশ্নঃ বায়োডাটার রিকুয়েষ্ট কিভাবে কাউন্ট করা হবে?

উত্তরঃ আপনি একজনকে রিকুয়েষ্ট পাঠানোর পরে আপনার বায়োডাটা দেখে অপরপক্ষ হা/না করে দিলে একটি রিকুয়েষ্ট কাউন্ট হবে। তাই আপনি এমন কোন বায়োডাটায় রিকুয়েষ্ট পাঠাবেন যাদের সাথে আপনি কথা বলতে ইচ্ছুক ও তাদের চাহিদার সাথে আপনার বায়োডাটা ম্যাচ করে। অন্যথায় অযথা রিকুয়েষ্ট পাঠিয়ে আপনার রিকুয়েষ্ট ডাটা খরচ করবেন না । এছাড়া রিকুয়েষ্ট পাঠানোর ২৪-৪৮ ঘন্টার মধ্যে রেসপন্স না করলে অটো রিসিভ হবে ।তবে যিনি প্রস্তাব পাঠাবেন তিনি চাইলে ক্যানসেল করেও দিতে পারেন।রিকুয়েষ্ট গ্রহণ হবার আগে ক্যানসেল করলে কাউন্ট হবেনা সেটা।

প্রশ্নঃ বায়োডাটা যখন ইচ্ছা ডিলেট করতে পারব কিনা ?

উত্তরঃ যোগাযোগ সাপেক্ষে

প্রশ্নঃ রেজিষ্ট্রেশন করে কিভাবে পাত্র পাত্রী খুজবেন ?

উত্তরঃ আমাদের ওয়েবসাইট shaadibd.com এ রেজিষ্ট্রেশন করার পরে এডমিনকে আপনি কি নামে ফরম পুরন করছেন তা ফেসবুক পেইজে/ হোয়াটসএপে ম্যাসেজ করে আপনার বায়োডাটা এপ্রুভ করে নিবেন। আপনার বায়োডাটা তৈরি করার পরে আপনার প্রোফাইলে system video নামে একটি অপশন পাবেন সেখানে কিভাবে প্রস্তাব পাঠাবেন,যোগাযোগ করবেন,বায়োডাটা খুজবেন,এডিট করবেন ইত্যাদি সব দেয়া আছে । সেখান থেকে দেখে আপনি সবকিছু সহজেই করতে পারবেন ইনশাআল্লাহ।

প্রশ্নঃ পাত্র/পাত্রী দেখাশোনা কিভাবে করানো হয়?

উত্তরঃ পাত্র পাত্রীর দেখাশোনা হবে দুইপক্ষ মোবাইল/অন্য মাধ্যম দিয়ে যোগাযোগ করার পরে তাদের দুই পক্ষের সিদ্ধান্তে । দেখাদেখি ও খোজখবর পাত্র পাত্রীদের অভিভাবকগণ কথা বলে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিবেন।

প্রশ্নঃ যে কারনে বায়োডাটা বাতিল করা হবে।

উত্তরঃ  অভিভাবকের ঘরে পাত্রীর নিজের নাম্বার প্রদান করলে।

প্রশ্নঃ যারা রেজিষ্ট্রেশন করবেন তাদেরকে যা মানতে হবে

উত্তরঃ ক) shaadibd.com এর সূত্র ধরে বিবাহ হয়ে গেলে বা বিবাহের তারিখ নির্ধারণ হলে আমাদেরকে জানাতে হবে। এটা না জানালে আপনি আমাদের কাছে ইহ ও পরকালীন দায়বদ্ধ থাকবেন ।

খ)বিবাহের কথা যদি বাতিল হয়ে যায় তাহলে আমাদেরকে অবগত করতে হবে

গ) বিবাহ পরবর্তি বিয়ের আসরের বিশেষ করে রেজিষ্ট্রি করার সময়ের বা অন্য যেকোন মুহূর্তের পাত্রের একটি পিক দিতে হবে।

ঘ)আমাদের/অন্য মাধ্যম দিয়ে আপনার বিবাহ হয়ে গেলে আপনার বায়োডাটা আমাদেরকে কোড নাম্বার বলে ডিলেট করে নিবেন নতুবা বিবাহের পরেও আপনার কাছে ফোন/ম্যাসেজ যেতে পারে যা কিনা আমার আপনার ও কারো জন্য কাম্য নয় । এছাড়া অনলাইনে আপনার বায়োডাটা রয়েই যাবে যা আমাদের ও আপনার জন্য ঠিক হবেনা আশা করি। এছাড়া যারা রিকুয়েষ্ট পাঠাবে তাদের রিকুয়েষ্টের খরচ আপনাকে বহন করতে হবে নতুবা এই অর্থ আপনি মিডিয়ার কাছে দায়বদ্ধ থাকবেন।

ঙ) কোন বায়োডাটা সম্পর্কে ভুল তথ্য/অভিযোগ পেলে জানাতে হবে এছাড়াও যেকোন প্রয়োজন বা সমস্যায় এডমিনকে অবগত করতে হবে।প্রশ্নঃ পাত্র পাত্রীর দেখাদেখি,খোজখবর ও অন্যান বিষয়ে আপনাদের ভূমিকা কি ?

উত্তরঃ পাত্র পাত্রীর দেখাদেখি,খোজখবর আপনাকে নিজ দায়িত্বে করে নিতে হবে। সালাফি ম্যারেজ মিডিয়া বাংলাদেশ এ ব্যাপারে দায়ী থাকবে না । এছাড়া প্রয়োজন অনুসারে বিভিন্ন বিষয় কর্তৃপক্ষ কর্তৃক পরিবর্তনের অধিকার রাখে। এছাড়া আমাদের শর্ত লঙ্ঘনে বায়োডাটা বাতিলের অধিকার রাখে।